কুবি’র শিক্ষক নূর রাজুর তৃতীয় বই প্রকাশিত হচ্ছে

বিল্লাল হোসেন স্বাধীন,কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)  বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ  রাজুর তৃতীয় বই আসছে এবারের বই মেলায়। বইটির নাম ‘কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গন; একটি সমীক্ষা’।সহকারী অধ্যাপক নূর রাজুর সাথে কথা বলে জানা যায়, ‘কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গন;একটি সমীক্ষা’ বইটি  কলি প্রকাশনী থেকে বের হচ্ছে ২০২২ সালের বই মেলায়। এ বইয়ের ভূমিকা লিখেছেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আহমেদ মাওলা।

২০১৮ সালে ইউজিসি থেকে পাওয়া একটি গবেষণা প্রকল্পের নতুন রূপ হচ্ছে এই বইটি।  এ বইটিতে কুমিল্লার শহর কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে বিশেষ করে সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে সেগুলোর কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করেছি।

Post MIddle

এ ব্যাপারে নূর মোহাম্মদ রাজু বলেন, কুমিল্লা শহর আমার প্রানের শহর। এই শহরেই আমি বেড়ে উঠেছি। কুমিল্লায় রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। শুধু বাংলাদেশ পাকিস্তান, ব্রিটিশ আমলের মধ্যে সেটা সীমাবদ্ধ নয়। ছোটবেলা থেকে কুমিল্লার সংস্কৃতিতে বেড়ে উঠা নিজের দেখা ও অভিজ্ঞতা থেকে এই গ্রন্থের বিবরণগুলো লিখেছি। মঞ্চ কেন্দ্রিক আনুষ্ঠানিকতার রেশ দ্রুত ফুরিয়ে যায় কিন্তু ইতিহাসে তা ধরা থাকে না। আমার মনে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম কেবল তাৎক্ষণিক প্রয়োজন মেটায় না। এর একটি লিখিত ইতিহাস থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই মূলত এই গ্রন্থের সূচনা।

তিনি আরো বলেন, কুমিল্লা শহর কেন্দ্রিক নাট্যচর্চা, আবৃত্তি চর্চা, সংগীত চর্চা ও নৃত্য চর্চার পরিচয় ও তাদের কার্যক্রম যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি এই গ্রন্থের মধ্যে।আমার চিন্তা-ভাবনা আছে সামনে কুমিল্লার উপর আরো বৃহৎ পরিসরে কাজ করা। আগামী বই মেলাতেও আমার বই বের করার ইচ্ছে আছে।

এর আগে নূর মোহাম্মদ রাজুর ‘কুমিল্লার লোকসংস্কৃতি: রূপ ও রূপান্তর’ নামক একটি গবেষণাধর্মী ও ‘করোনা কথন’ নামক একটি কবিতার বই প্রকাশিত হয়েছিল।

পছন্দের আরো পোস্ট