কুবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কুবি প্রতিনিধি।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত সশরীরে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

আজ ২১ জানুয়ারি (শুক্রবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ৬৯ তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, “আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে সকল ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। সীমিত পরিসরে অফিস ৯ টা থেকে ২টা পর্যন্ত চলবে।২০২০-২১ শিক্ষাবর্ষের যে ভর্তি কার্যক্রম রয়েছে তা চলমান থাকবে।”

তিনি আরো বলেন, “আবাসিক হল সমূহ খোলা থাকবে। মন্ত্রীপরিষদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সাধারণ প্রজ্ঞাপন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।”

পছন্দের আরো পোস্ট