কুবিতে মেয়েদের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট

কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট- ২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩ রা জানুয়ারি ) দুপুর ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী।

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান,রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে লোক প্রশাসন বিভাগকে ২-০ সেটে হারিয়ে জয় লাভ করে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ।

Post MIddle

এছাড়াও এবারের টুর্নামেন্টের নতুন সংযোজন ছিলো মেয়েদের ভলিবল খেলা।এরই পরিপ্রেক্ষিতে বিকাল ৪ টায় লোক প্রশাসন বনাম প্রতœতত্ত্ব বিভাগের ম্যাচের মধ্য দিয়ে শুরু মেয়েদের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের যাত্রা।ম্যাচে ২-১ সেটে লোক প্রশাসন বিভাগকে হারিয়ে জয়লাভ করে প্রতœতত্ত্ব বিভাগ।

আয়োজিত টুর্নামেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী বলেন,” করোনার দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয়ে আবার আমার খেলাধুলা শুরু করতে পেরেছি এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয় ক্রীড়াঙ্গনেও এগিয়ে থাকবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের যে ধারা সূচিত হয়েছিলো তা সর্বাগ্রে বজায় থাকুক। খেলাধুলা হোক নির্বিঘ্নে ও আনন্দের সাথে”।

এ বিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. শামিমুল ইসলাম বলেন,” দায়িত্ব প্রাপ্তির পর থেকে প্রতিবছরই আমরা চেষ্টা করেছি খেলাধুলার বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে যদিও গতবছর করোনার সময়টিতে তা সম্ভব হয়নি। তবুও বরাদ্দকৃত অর্থে আমরা খেলাধুলার সামগ্রী যথাসম্ভব শিক্ষার্থীদের কে পৌঁছে দিতে চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর পর শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম ছিলো বিধায় আমরা এই মাসে (জানুয়ারী) টুর্নামেন্টের আয়োজন করেছি। আনন্দের বিষয় হলো এবারের নতুন সংযোজন হিসেবে আমরা মেয়ে শিক্ষার্থীদের ভলিবল টুর্নামেন্টের আওতায় এনেছি। সামনেও আমাদের এই কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে”।

পছন্দের আরো পোস্ট