সিকৃবিতে এডভান্স ক্রপ সায়েন্স ল্যবরেটরি উদ্বোধন

সিকৃবি প্রতিনিধি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব ও হাওর কৃষি বিভাগের উদ্যোগে এডভান্স ক্রপ সায়েন্স ল্যাব উদ্বোধন করা হয়েছে।গতকাল (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার কৃষি অনুষদ ভবনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার এই ল্যাবের উদ্বোধন করেছেন বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আলমামুন, কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো নজরুল ইসলাম, প্রফেসর ড. মোজাম্মেল হক এবং অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।

সায়েন্স ল্যবরেটরি

পছন্দের আরো পোস্ট