ঢাবির পর বুয়েটেও প্রথম মেফতাউল আলম সিয়াম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন মেফতাউল আলম সিয়াম।

বগুড়ার মেধাবী শিক্ষার্থী সিয়াম উচ্চ মাধ্যমিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন। বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা সিয়ামের বাবা খোরশেদ আলম অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা আর মা মুনজিলা আলম গৃহিণী।

Post MIddle

সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও প্রথম স্থান অর্জন করেন। গত ৪ নভেম্বর ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ হয়। এ পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে তার স্কোর-১১৭.৭৫।

এছাড়া সম্প্রতি প্রকাশিত দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম আর মেডিকেলের ভর্তি পরীক্ষায় ৫৯তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে বুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ বছর প্রিলিমিনারিতে অংশ নেন ১৮ হাজার ৫ জন শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী বুয়েটে পড়ার সুযোগ পাবেন।

পছন্দের আরো পোস্ট