চবিতে আইকিউএসি’র মতবিনিময় সভা

চবি প্রতিনিধি।

আউটকাম বেসড এডুকেশন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক নির্ধারণ করা ৬৩টি মানদন্ড নিয়ে Institutional Quality Assurance Cell (IQAC),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের নিয়ে এক মতবিনিময় সভা আজ (২১ নভেম্বর ২০২১) রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের ভার্চুয়্যাল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. ওমর ফারুকের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ৫৪ টি বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

এ সময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী ও ড. মোহাম্মদ আফতাব উদ্দিন।

মতবিনিময় সভায় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন আলোচ্য বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন। এতে বিভিন্ন বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাঁদের মতামত তুলে ধরেন।

পছন্দের আরো পোস্ট