গণ বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ শীর্ষক প্রশিক্ষণের সনদ বিতরণ 

সুপর্না রহমান,গবি প্রতিনিধি।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কোভিড-১৯ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনাতয়নে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের আইটি এবং কোভিড-১৯ ট্রেনিং সেল এ আয়োজন করে।

Post MIddle

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা: মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, শিক্ষক এবং শ্রেণি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৩০শে অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮০০ শিক্ষার্থীদের কোভিড-১৯ শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

প্রশিক্ষণে কোভিড-১৯ এর উৎপত্তি, বিস্তৃতি, টিকার প্রয়োজনীয়তা, টিকা নেয়ার সময়, মাস্ক পড়ার গুরুত্ব এবং করোনার ভবিষ্যৎ নিয়ে সার্বিক আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে ৫০ নম্বরের পরীক্ষার মাধ্যমে কৃতকার্য শিক্ষার্থীদের সনদের জন্য বিবেচ্য ধরা হয়।

পছন্দের আরো পোস্ট