রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা 

রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২.৩০ মিনিটে শেষ হয় । আজকের পরীক্ষায় মোট ১১,৮৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল  ২,২৪৮ জন। উপস্থিতির হার ছিল ৮৪.০৫%।

Post MIddle

পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া,  উপ-উপাচার্য প্রফেসর মো.  সুলতান-উল-ইসলাম,ভারপ্রাপ্ত প্রক্টর এম লিয়াকত আলী এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনসহ প্রক্টরিয়াল টিমের সদস্যবৃন্দ ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন কালে উপাচার্য  নিয়ন্ত্রণ কক্ষসমূহও ঘুরে দেখেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরিদর্শন শেষে উপাচার্য  গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন।

পছন্দের আরো পোস্ট