রাবিতে ভেটেরিনারি কিট বক্স প্রদান

রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার ইন্টার্নশিপ কিট প্রদান করা হয়। কৃষি অনুষদ ভবনে এক অনাড়ম্বর আয়োজনে শিক্ষার্থীদের এই কিট প্রদান করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর মোছা. ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের অধিকর্তা উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, ফিশারীজ অনুষদের অধিকর্তা উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও এসকেএফ ফার্মাসিটিক্যালস লি.-এর সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার সৈয়দ সাকিব হাসান। সেখানে অন্যদের মধ্যে প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার ও প্রফেসর এসএম কামরুজ্জামান বক্তব্য রাখেন।

Post MIddle

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভুঁঞা।

পছন্দের আরো পোস্ট