ইবি শিক্ষার্থীদের টিকা রেজিস্ট্রেশন ২৭ সেপ্টেম্বরের মধ্যে

ইবি প্রতিনিধি।

শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনার পরেই সকল বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শতভাগ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ইউজিসি, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী এখন পর্যন্ত টিকা নেয়নি তাদের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে। এছাড়া যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। এর পরেও কেউ বাদ পড়লে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তাদের টিাকার ব্যবস্থা করা হবে বলে জানান ভিসি।

ভিসি আরো জানান, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের প্রায় শতভাগ টিকা নিয়েছে। বিশ্ববিদ্যালয় কতৃক প্রদত্ত গুগল ফর্ম থেকে এ তথ্য জানা গেছে। ২৭ তারিখের মধ্যে শতভাগ টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে যথাসম্ভব দ্রুত বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া হবে।

পছন্দের আরো পোস্ট