ড্যাফোডিলে প্রি-ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স

নিজস্ব প্রতিবেদক।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষায় আগ্রহী এইচএসসি পাশ শিক্ষার্থীদের জন্য সামাজিক দায়বদ্ধতার (সি এস আর) অংশ হিসাবে বিনামূল্যে ‘প্রি-ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স’ চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ (ডিআইএল)।

কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজী ভাষায় উচ্চ শিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে অনলাইন প্লাটফর্মে ইংরেজি গ্রামার, রাইটিং ও স্পোকেন স্কিল অর্জনের সুযোগ পাবেন।

Post MIddle

বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উপযোগী করে মৌলিক ইংরেজী গ্রামার, লিখন, পঠন ও বলনে দক্ষতা বৃদ্বির লক্ষ্যে কোর্সটি ডিজাউন করা হয়েছে এবং প্রতিটি শিক্ষার্থীর মৌলিক দূর্বল দিকগুলো নির্ধারনপূর্বক তা সমাধানের চেষ্টা করা হয়েছে।

এক মাস মেয়াদী কোর্সটি শুরু হতে যাচ্ছে আগামী ১০ আগস্ট থেকে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৮ আগস্ট। রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে:https://bit.ly/DIU-PreUniversityEnglish-Aug21 or, https://forms.gle/CgxCpHKrs3sG5PUD8|

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্বনামধন্য শিক্ষকরা কোর্স পরিচালনা করবেন। ক্লাস অনুষ্ঠিত হবে অনলাইন লাইভ প্ল্যাটফর্মের মাধ্যমে।

পছন্দের আরো পোস্ট