রাবির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাবি প্রতিনিধি।

আজ (৬ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশব্যাপি কোডিভ-১৯ মহামারীর কারণে চলমান কঠোর বিধিনিষেধ চলমান থাকায় দিবসটি সীমিত পরিসরে পালন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচির শুরুতে সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনভবন চত্বরে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে নিয়োজিত উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা জাতীয় পতাকা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মুস্তাফিজুর রহমান আল-আরিফ বিশ্ববিদ্যালয় পতাকা এবং প্রাধ্যক্ষ পরিষদের আহবায়কের প্রতিনিধি হিসেবে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন নিজ হলের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বর্ণিল বেলুন-ফেস্টুন ওড়ানো হয়।

Post MIddle

এসময় সেখানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মোঃ লিয়াকত আলী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপাচার্য আইবিএ চত্বরের আমবাগানে একটি  আম গাছের চারা রোপণ করেন।

এরপর বেলা ১১টায় অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ প্রচার করা হয়।

রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর সনৎ কুমার সাহা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী এম জাকারিয়া।

পছন্দের আরো পোস্ট