ঢাবির আইইআরের নয়া পরিচালক অধ্যাপক আবদুল হালিম

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. আবদুল হালিমকে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (৩ জুলাই)বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই নিয়োগ দেন।

Post MIddle

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,অধ্যাপক ড. মো. আবদুল হালিম গত ৩০ জুন ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ১৯৯৭ সালে ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিন আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতের বারোদা এমএস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি একজন কনসালটেন্ট হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,এনসিটিবি, পরিকল্পনা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্লান বাংলাদেশ ইত্যাদি।

পছন্দের আরো পোস্ট