হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ারে মনোনিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

নিজস্ব প্রতিবেদক।

উচ্চতর পর্যায়ের গবেষণাকার্য পরিচালনার জন্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটে বঙ্গবন্ধু চেয়ার এ মনোনিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

জানা গেছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৯ জন জ্যেষ্ঠ শিক্ষক হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ার এ মনোনয়ন পেতে আবেদন করেছেন। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ মোট ৮ সদস্যের বিজ্ঞ জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. হারুন-অর-রশিদকে নির্বাচিত করে বঙ্গবন্ধু চেয়ারের জন্য মনোনয়ন প্রদান করেন।

Post MIddle

আজ বুধবার (৩১ মার্চ) অনলাইন প্লাটফর্ম জুম অ্যপসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ার এর জন্য মনোনিত প্রফেসর ড. হারুন-অর-রশিদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, অনুষ্ঠানে বাংলাদেশের জার্মানি রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোলপয, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, ইউজিসির সদস্যবৃন্দ, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসেডর মোশররফ হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

উল্লেখ্য, দীর্ঘ দুইদশক বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশ সরকার হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার এর পদটি পুনরুজ্জীবিত করে।

পছন্দের আরো পোস্ট