ভর্তিকৃত শিক্ষার্থীদের পত্রকোড এন্ট্রির সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত / প্রাইভেট) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ওয়ারী অনলাইন পত্রকোড এন্ট্রির সময় ১৪মার্চ থেকে ২২মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Post MIddle

যে সব কলেজ অদ্যাবধি ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ওয়ারী অনলাইন পত্রকোড এন্ট্রি দেয়নি অথবা ভুল পত্রকোড এন্ট্রি দিয়েছে, সে সকল কলেজকে উল্লিখিত সময়ের মধ্যে অনলাইন পত্রকোড এন্ট্রি দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ওয়ারী অনলাইন পত্রকোড এন্ট্রির সময় আর বৃদ্ধি করা হবে না।

পছন্দের আরো পোস্ট