মেমোরিয়াল ইউনিভার্সিটির সাথে ড্যাফোডিলের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক।

শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথভাবে বিভিন্ন শিক্ষাকার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ও কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড (এমইউএন)-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

Post MIddle

এমইউএন এর ভাইস প্রেসিডেন্ট (শিক্ষা) ও প্রভোস্ট ড. মার্ক আব্রাহামস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উভয় প্রতিষ্ঠানে শর্ট টার্ম শিক্ষা, গবেষণা, ক্রেডিট ট্রান্সফার ও পূর্ণকালীন শিক্ষা গ্রহণের সুযোগ পবেন।

মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড (এমইউএন) কানাডার শীর্ষস্থানীয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বিশ্বের ১১৫টি দেশের ১৯ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন। উন্নত প্রযুক্তি, গবেষণা, আন্তর্জাতিকীকরণ, স্টার্টআপ ও উদ্যোক্তা সংস্কৃতির সুযোগ গ্রহণের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হতে পারে ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড (এমইউএন)।

পছন্দের আরো পোস্ট