স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি।

স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচীতে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা, বসার কথা পরীক্ষার হলে-বসতে হলো রাজপথে, সাত কলেজে হবে পরীক্ষা-আমাদের কেন অবহেলা? হয় পরীক্ষা নাও-না হয় ফাঁসি দাও, দাবি মোদের একটাই-স্থগিত পরীক্ষা চালু চাই, সব চলে সব হয়-পরীক্ষা নিতে কিসের ভয়? সহ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

Post MIddle

মানববন্ধন শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির মাধ্যমে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের পরীক্ষার রুটিন দেয়ায় আমরা ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে উঠি। কিন্তু আবারা পরীক্ষা বন্ধ করে দিয়ে আমাদের ফিরে যেতে বলা হচ্ছে। আমাদেরকে নিয়ে পিলো পাসিং খেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাত কলেজের পরীক্ষা নেয়া হচ্ছে। এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে স্থগিত পরীক্ষা গ্রহণ করতে হবে।’

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে প্রায় এক বছর ক্যাম্পাস বন্ধ থাকার পর গত ২২ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত ২২ ফেব্রুয়ারি চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

পছন্দের আরো পোস্ট