ঢাবি উপাচার্যের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরান গত (৬জানুয়ারি ২০২১) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার কো-অর্ডিনেটর ড. ইসমাইল গুনদৌদু, ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন কার্যক্রম গ্রহণ করার ব্যাপারে মতবিনিময় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং এবিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, প্রাগৈতিহাসিক কাল থেকেই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে তুর্কী ভাষা শিক্ষা গতিশীল করার লক্ষ্যে তুরস্ক থেকে ভিজিটিং প্রফেসর প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

এছাড়া, ঢাবি’র মাস্টারপ্ল্যানের আওতায়  গ্রীনক্যাম্পাস বিনির্মাণে বিশ^বিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের উন্নয়ন,আধুনিকায়ন ও সৌর শক্তি উৎপাদনের ক্ষেত্রে তুরস্কের সহযোগিতা কামনা করেন।

তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরান এসব ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।তিনি বলেন, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে একটি চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদীর্ঘকাল ধরে বিদ্যমান রয়েছে।এই সুসম্পর্ক আরও বৃদ্ধির উপর গুারুত্বারোপ করে তিনি বলেন,শিক্ষা ও গবেষণার নতুন নতুন ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তুরস্কের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার আগ্রহ প্রকাশের জন্য তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরানকে আন্তরিক ধন্যবাদ জানান।

পছন্দের আরো পোস্ট