ক্যালেন্ডারের খসড়ার ভুলে শোকজ নিয়ে বঙ্গবন্ধু পরিষদের প্রতিক্রিয়া

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সালের ডেস্ক ক্যালেন্ডারের খসড়ায় বানান ভুলের কারণে রেজিস্ট্রারকে শোকজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইবি বঙ্গবন্ধু পরিষদ প্রতিক্রিয়া জানিয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ ও সাধারণ সম্পাদক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে এসব তথ্য জানা গেছে।

Post MIddle

লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ১০ ও ১১ ডিসেম্বর স্থানীয় ও জাতীয় পত্রিকায় “ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সালের ডেস্ক ক্যালেন্ডারের খসড়ায় জাতির পিতা, প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের নামে ভুল থাকায় রেজিস্ট্রারকে শোকজ ও উপস্থাপিত খসড়া কপি ছুঁড়ে ফেলা” বিষয়ক খবর তাদের দৃষ্টিগোচর হয়। জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নাম ভুলভাবে উপস্থাপন ও তাদের ছবি অবমাননায় বঙ্গবন্ধুপ্রেমী সকল প্রগতিশীল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় এটাই স্বাভাবিক।

এ ধরণের ঘটনায় বঙ্গবন্ধু পরিষদও বিক্ষুব্ধ ও মর্মাহত। কিন্তু একেবারেই খসড়া পর্যায়ে থাকা সংবেদনশীল একটি বিষয় জনসম্মুখে আসায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন তারা। এছাড়া ২০২০-২১ সালের ডায়েরি ও ক্যালেন্ডার প্রণয়ন কমিটির দুইজন শিক্ষক সদস্য এর সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে মর্মে লিখিতভাবে জানিয়েছেন। এ ধরণের গুরুত্বপূর্ণ কাজের সাথে কে বা কারা জড়িত এবং কোন পক্রিয়ায় এটা চলমান সেটি ক্ষতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন সংগঠনটি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন তখন স্বার্থান্বেষী কোন মহল একেবারেই খসড়া পর্যায়ে থাকা সংবেদনশীল একটি বিষয় জনসম্মুখে এনে উপাচার্যের ভাবমূর্তি ক্ষুন্ন করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে কিনা-তা তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান বঙ্গবন্ধু পরিষদ।

পছন্দের আরো পোস্ট