জাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ অক্টোবর ২০২০।

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে ‘মানসিক স্বাস্থ্য’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় অন লাইনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম মহামারি করোনার সময়কালে সকলকে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপর গুরুত্বারোপ করেন।

Post MIddle

তিনি বলেন, মানসিক স্বাস্থ্য ভালো থাকলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক দিক থেকে রক্ষা পাওয়া যায়। তিনি এসময়ে পরিবারের সকল সদস্য মিলে হাসি-খুশি থাকার উপর জোর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম করোনা সময়কালে সকলকে স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশ

পছন্দের আরো পোস্ট