ধর্ষণ ও যৌন নিপিড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

প্রিতম মজুমদার, কুষ্টিয়া

কুষ্টিয়ায় দেশব্যাপী ধর্ষণ ও যৌন নিপিড়নের প্রতিবাদে ঘোষিত কর্মসূচীর দ্বিতীয় দিন বুধবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন সহ, সর্বস্তরের সাধারন নাগরিক একাত্মতা ঘোষণা করে।

Post MIddle

প্রতিবাদী অবস্থান কর্মসূচীতে বক্তাগণ বলেন নারীর প্রতি সহিংসতা দমনে কঠোর আইনের প্রয়োগ ও সামাজিক আন্দোলন জরুরী। এক্ষেত্রে বিচারের দীর্ঘসূত্রীতা, প্রচলিত আইনে “ভিক্টিম-ব্লেমিং”, গ্রাম্য-শালিষে ধর্ষিতার সাথে লিয়াজো প্রভৃতি সহিংসতা প্রতিরোধের অন্তরায়।

ঢাকা থেকে চলমান আন্দোলনের সাথে একাত্মতা রেখে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দেয়া হয়। প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা, কুষ্টিয়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। উক্ত সমাবেশে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার আহবান জানান অবস্থানরত শিক্ষার্থীরা।

পছন্দের আরো পোস্ট