সাইন্স এক্সপ্লোরারের উপদেষ্টা সদস্য হলেন ইবিএইউবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক।

ইন্ডিয়ান ইউজিসি কেয়ার লিস্টভূক্ত International Peer-viewed জার্নাল “সাইন্স এক্সপ্লোরার”-এর সম্পাদনা পরিষদের সম্মানিত উপদেষ্টা সদস্য মনোনীত হলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

Post MIddle

উক্ত সম্পাদনা পরিষদে চীফ এডিটর হিসেবে আছেন ড. সন্দীপ পোদ্দার, সিনিয়র গবেষণা পরিচালক এবং নির্বাহী সম্পাদক (প্রকাশনা), লিংকন ইউনিভার্সিটি কলেজ, মালয়েশিয়া। এক্সিকিউটিভ এডিটর ড. সি. প্যারামেসিভন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং রিসার্চ কো-অর্ডিনেটর, পেরিয়ার ই.ভি.আর. কলেজ, তিরুচিরাপ্পাল্লায়, তামিল নাড়ু, ইন্ডিয়া। অ্যাসোসিয়েট এডিটর ড. প্রণাম ধর, প্রাক্তন বিভাগীয় প্রধান ও চেয়ারপারসন, কমার্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি।

উপদেষ্টা পরিষদের চেয়ারপার্সন হিসেবে আছেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জ স্টেট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর অনিল ভূঁইমালি। এ ছাড়াও উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন ইউএসএ, মালয়েশিয়া এবং ভারতের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনিয়র প্রফেসরগণ।

পছন্দের আরো পোস্ট