শিক্ষার্থীদের প্রমোশনের গাইডলাইন বানাবে বেদু

নিজস্ব প্রতিবেদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে মূল্যায়ন করবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এর জন্য প্রতিষ্ঠানগুলোকে গাইডলাইন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো। আর গাইডলাইন তৈরির দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ পরীক্ষা সংস্কার ইউনিটকে যা বেদু নামে পরিচিত। এই বেদুর অফিস ঢাকা শিক্ষাবোর্ডের ক্যাম্পাসেই।

 

Post MIddle

বৃহস্পতিবার ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের নিয়মিত মাসিক সভায় এসব সিদ্ধান্ত হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা করোনা ভাইরাস মহামারির কারণে চলতি বছর হচ্ছে না। পরীক্ষার্থীদের স্ব স্ব পদ্ধতিতে মূল্যায়ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। কিন্তু কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়ে গাইডলাইন তৈরির সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের কি কি বিষয় বিবেচনায় মূল্যায়ন করা হবে সে বিষয়ে গাইডলাইন বা নীতিমালায় সুস্পষ্টভাবে জানানো হবে। প্রতিষ্ঠানগুলো সে অনুসারে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। গাইডলাইন তৈরি করবে বেদু।#

পছন্দের আরো পোস্ট