স্বল্পমূল্যে ইন্টারনেট পাচ্ছে খুবির শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি।

কোভিড-১৯ মহামারীর কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় গত ০১ সেপ্টেম্বর তারিখ হতে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে দ্বিতীয় টার্মের শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার সুবিধার্থে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রামীণফোনের সাথে সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীকে গ্রামীণফোনের নিকট থেকে ১০ (দশ) টাকা মূল্যের একটি সিম ক্রয় করতে হবে।

Post MIddle

উক্ত সিম ব্যবহারকারী ২২৫ (দুইশত পঁচিশ) টাকার বিনিময়ে ত্রিশ দিনে ৩০ জিবি ডাটা ব্যবহার করতে পারবে। এই ডাটা শুধু একাডেমিক কার্যক্রম সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এই সিম এর মাধ্যমে সরাসরি ডায়াল করে কথা বলা যাবে না।

এই সিম ক্রয় করতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা Google Form এ প্রয়োজনীয় তথ্যাদি আইডি কার্ড/জন্মনিবন্ধনের স্ক্যান কপিসহ আগামী ২৪ সেপ্টেম্বর তারিখের মধ্যে পূরণ করে অনলাইনে জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পছন্দের আরো পোস্ট