যথাযোগ্য মর্যাদায় ইবিতে শোক দিবস পালিত

তরিকুল ইসলাম, ইবিঃ

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০২০ ইং পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৷

 শনিবার (১৫ আগস্ট) পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলী নিবেদন, নিরবতা পালন, দোয়া – মোনাজাত ও বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৷ দিনটি পালন উপলক্ষ্যে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশীদ আসকারী ৷ একই সাথে কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ৷

Post MIddle

 এরপর উপাচার্য ড. রশীদ আসকারীর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এসময় ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ এবং জাতীয় শোক দিবস পালন উপ-কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ৷

 বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে  এক মিনিট নিরবতা পালন করেন তারা ৷ এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ  পরিবারবর্গের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ৷

পছন্দের আরো পোস্ট