খাদ্য সঙ্কট নিরসনে গণস্বাস্থ্য কেন্দ্রের মানবিক আবেদন

মোঃ বরাতুজ্জামান স্পন্দন, গবি প্রতিনিধি।

দেশজুড়ে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে কর্মহীন মানুষেরা চরম খাদ্য সঙ্কটে দিনযাপন করছে। এসব মানুষের সঙ্কট দূরীকরণে প্রধানমন্ত্রী এবং দেশ-বিদেশের সুহৃদয়বান ব্যক্তিদের কাছে ৯০ কোটি টাকা অনুদান চেয়েছে বেসরকারী সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র।

রবিবার (১৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. মনজুর কাদির আহমেদ এক মানবিক আবেদনে উক্ত বিষয়টি অবহিত করেন। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি আমরা দরিদ্র, চাকুরীবিহীন, নিম্নবিত্ত মানুষের মাঝে মাসিক ভিত্তিতে খাবার বিতরণের বিশেষ উদ্যোগ নিয়েছি।

তারই অংশ হিসেবে এ যাবৎ ‘গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্ট’ এর নিজস্ব অর্থায়নে আমরা প্রায় ১ কোটি টাকার খাদ্য সামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করেছি এবং আমাদের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। আমরা আমাদের খাদ্য সহায়তা কার্যক্রম আরো বর্ধিত করতে চাই।

বিবৃতিতে আরো বলা হয়, ১৫ লক্ষ টাকায় এক মাসে ১ হাজার পরিবারকে খাবার দেওয়া সম্ভব। আরো বড় পরিসরে যদি ৯০ কোটি টাকা অনুদান পাওয়া যায়, আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ১ লক্ষ পরিবারকে নূন্যতম ৬ মাসের খাবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে প্রস্তুত আছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশ-বিদেশের সকল সুহৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ আপনারা এগিয়ে আসুন, গণস্বাস্থ্য কেন্দ্রকে দান করুন।

Post MIddle

ডোনেশন লিংক:
বাংলাদেশ এর বাইরে থেকে bit.ly/donategk

বাংলাদেশ থেকে: bit.ly/donategk2

বিকাশ নাম্বার (ব্যক্তিগত)
০১৮৮১৮১৮১৫৩ এবং ০১৭৬৫২৭৪৩১২

পছন্দের আরো পোস্ট