খুবিতে রোড টু সিলভার জুবিলি

খুবি প্রতিনিধি।

গতকাল (৬ মার্চ ২০২০) শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগ রোড টু সিলভার জুবিলি ২০২০ উপলক্ষে ক্যাম্পাসে মুক্তমঞ্চের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। শোভাযাত্রাটি মুক্তমঞ্চের সামনে থেকে হাদী চত্বর হয়ে শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনের সামনে দিয়ে কটকা হয়ে পুনরায় হাদী চত্বরে এসে শেষ হয়।

Post MIddle

এ সময় এগ্রোটেকনোলজি এ্যালামনাইসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। এর আগে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন থেকে যে সকল শিক্ষক ও শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ক্রিকেট ও ভলিবল খেলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পছন্দের আরো পোস্ট