ভারতে সাউফেস্টে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) একদল শিক্ষার্থী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ভারতের হরিয়ানায় কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩তম দক্ষিণ-এশিয়ান বিশ্ববিদ্যালয় যুব উৎসব ১৩তম সাউফেস্টে অংশগ্রহণ করে। ভারতীয় বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন (এআইইউ) এই উৎসবের আয়োজন করে।

দক্ষিণ-এশীয় দেশগুলির মধ্যে শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদার করা সাউফেস্টের মূল উদ্দেশ্য।

Post MIddle

উৎসবে অনুষ্ঠিত কর্মকান্ডের মধ্যে- পোস্টার মেকিং, লাইট ভোকাল, মাইম, ফোক অর্কেস্ট্রা, ফোক ডান্স, এলোকিউশন, বিতর্ক, ক্লে মডেলিং, ক্লাসিকাল নৃত্য এবং সেমিনার অন্যতম।

এসইইউ শিক্ষার্থী মোঃ শাখাওয়াত হোসেন ও বিধান চন্দ্র দে ফোক ডান্স এবং ক্লে মডেলিংয়ে এবং মো: মেজবাউর রহমান মিজু বিতর্ক ও এলোকিউশনে অংশগ্রহণ করেন। এছাড়া মোঃ ইয়াছিন আরাফাত অমি গান পরিবেশন করেন। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলংকা এবং মরিশাস থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়।

১৩তম সাউফেস্টে অংশগ্রহণের স্বীকৃতিস্বরুপ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় দলকে সার্টিফিকেট, স্বর্ণপদক এবং স্মারক প্রদান করা হয়।

পছন্দের আরো পোস্ট