ঢাবি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ-২০২০ আজ (১৭ ফেব্রুয়ারি ২০২০) সোমবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Post MIddle

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, উন্নত বিশ্বের দেশের মত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সমাজকল্যাণ শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন সোসাল মিডিয়ার প্রতি বেশি আসক্ত না হয়ে শিক্ষকদের সাথে পারস্পারিক আলোচনা ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে জ্ঞানের জগত সমৃদ্ধ করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

পছন্দের আরো পোস্ট