কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

কুবি প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ১৪ জানুয়ারি ( মঙ্গলবার) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক আলোচনা সভার পাশাপাশি এই আয়োজন করে সংগঠনটি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

Post MIddle

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মো: রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. সজল চন্দ্র মজুমদার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘ছাত্রলীগের ফোর্সকে কাজে লাগাতে হবে। এই যুবশক্তিকে কাজে লাগাতে পারলে আমাদের এই দেশ, সমাজ বদলাবে।’

কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘ছিন্নমূল মানুষের তরে আমাদের এরকম কর্মকাণ্ড অব্যাহত থাকবে। লোটাস কামালের নির্দেশেই ছাত্রলীগের এমন সুন্দর আয়োজন করেছি আমরা।’

অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মানুষ শীতবস্ত্র পায় বলে জানা গেছে। শীতবস্ত্র পেয়ে ছিন্নমূল মানুষ ছাত্রলীগকে সাধুবাদ জানায়।

পছন্দের আরো পোস্ট