আইএসআরটির উদ্যোগে আন্তর্জাতিক কর্মশালা শুরু

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) উদ্যোগে ‘Sampling Methodologies for Monitoring Sustainable Development Goal Indicators’ শীর্ষক তিনদিনব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালা আজ ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার ইনস্টিটিউটে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইএসআরটি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানেUN ESCAPএর স্টাটিসটিকস্ ডিভিশনের পরিচালক মিজ জেমমা ভন হালডিরিন এবং ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ মিয়া সেপপো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএসআরটি-এর অধ্যাপক ড. তামান্না হাওলাদার এবং অধ্যাপক ড. সৈয়দ শাহাদাৎ হোসেন।

Post MIddle

উল্লেখ্য, এই কর্মশালায় বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকার পরিসংখ্যানবিদ ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করছেন।

পছন্দের আরো পোস্ট