
ড্রাইভিং শিখুন বিআরটিসিতে
বর্তমান যুগে ড্রাইভিং মৌলিক শিক্ষার অন্তর্ভুক্ত হওয়ার দাবিদার। উন্নত বিশ্বে ড্রাইভিং না জানা লোক পঙ্গু ব্যক্তির সমান হিসেবে বিবেচিত। আমাদের দেশেও বর্তমানে ড্রাইভিং এর চাহিদা ব্যাপক। বিশেষ করে প্রাতিষ্ঠানিকভাবে ড্রাইভিং শিক্ষার হার খুবই কম।
অনেকেই তথাকথিত ওস্তাদ ধরে ড্রাইভিং শিখেন। ফলে স্টিয়ারিং ধরা ও ঘুরানো ড্রাইভার হওয়া যায় বটে,কিন্তু ট্রাফিক সিগন্যাল সহ অন্যান্য মৌলিক জ্ঞান সম্পর্কে থাকেন অজ্ঞ। এই সকল দিক বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন ঢাকার বিখ্যাত শিল্পাঞ্চল এলাকার তেজগাঁও একটি ড্রাইভিং ট্রেনিং ইনষ্টিটিউট পরিচালনা করে আসছে।
নাম: বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং ইনষ্টিটিউট
ঠিকানা ও যোগাযোগ
৩৬,শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা।
ফোন: +৮৮-০২-৯১২৫১৩২, মোবাইল: +৮৮-০১৯২৬-৮৫০৭২৮
অবস্থান: ঢাকা পলিটেকনিক ইনষ্টিটিউটের বিপরীতে,পেট্রোল পাম্পের পিছনে,বিআরটিসি কেন্দ্রীয় মেরামত কারখানার মধ্যে অবস্থিত।
এই ইনষ্টিটিউটের বিশেষত্ব হলো,এখানে ড্রাইভিং বিশেষ করে হালকা ড্রাইভিং শেখানোর পাশাপাশি লাইসেন্স টেষ্ট নেয়া এবং লাইসেন্স প্রদানের ব্যবস্থা আছে।
ড্রাইভিং কোর্স,মেয়াদ ও কোর্স ফি – এর বিবরণ নিম্নরূপ
ক্রমিক নং | কোর্সের নাম | মেয়াদ | কোর্স ফি |
১. | বেসিক ড্রাইভিং (হালকা গাড়ী) | ৪ সপ্তাহ | ৪,৫০০ টাকা |
২. | বেসিক ড্রাইভিং (ভারী গাড়ী ) | ৮ সপ্তাহ | ৫,২৫০ টাকা |
৩. | আপগ্রেডিং (হালকা) | ২ সপ্তাহ | ২,৭০০ টাকা |
৪. | আপগ্রেডিং (ভারী) | ৪ সপ্তাহ | ৩,০০০ টাকা |
৫. | ওরিয়েন্টেশন (দক্ষতা আইনে প্রশিক্ষণ প্রাপ্ত চালকদের জন্য প্রযোজ্য) | ১ সপ্তাহ | ১,০০০ টাকা |
প্রশিক্ষণ শুরুর তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী জানার জন্য যোগাযোগ করতে হবে –
ডেপুটি ট্রেনিং ম্যানেজার
বিআরটিসি কেন্দ্রীয় মেরামত কারখানা
৩৬, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা।
ফোন: +৮৮-০২-৯১২৫১৩২
ভর্তির জন্য ড্রাইভিং ইনষ্টিটিউটের নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়। কোর্স ফি – এর ক্ষেত্রে মহিলা ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০% ছাড়া দেয়া হয়।