সাদার্নে ‘রুলস অব এমএমই ফাইন্যান্সিং’ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে রুলস অব এসএমই ফাইন্যান্সিং বিষয়ক কর্মশালা সম্প্রতি বিভাগের কনফারেন্স রুমে অনুিষ্ঠত হয়।

Post MIddle

একাডেমিক কোর্সের অংশ হিসেবে বিবিএ এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধকরণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ কর্মশালায় আযোজন করা হয়। এতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন মিউচুয়াাল ট্রাস্ট ব্যাংক লিমিটেড’র এফএভিপি আবু কাওসার মোহাম্মদ রাজু।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় বিবিএ’র ২৫ জন শিক্ষার্থী অংশ নেন।

এতে প্রশিক্ষক এসএমই ফাইন্যান্সিং এর বিভিন্ন ইস্যু, পলিসিস, প্রোডাকস’র তুলনামূলক বিশ্লেষনসহ বিশদভাবে আলোচনা করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পছন্দের আরো পোস্ট