রাকসু নির্বাচন নিয়ে হল শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ

তানভীর অর্ণব, রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে হলের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসবে রাকসু নির্বাচন সংলাপ কমিটি। আজ সোমবার দুপুরে প্রক্টর দপ্তরে সংলাপ কমিটির এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

Post MIddle

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আগামী বৃহস্পতিবার শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে আগামী সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বাকি হলগুলোর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসা হবে।’

তিনি আরো বলেন, ‘রাকসু নির্বাচন নিয়ে হলের শিক্ষার্থীদের প্রত্যাশা কি তা জানতে হলের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসা হবে। রাকসু নির্বাচনকে স্বচ্ছ করতে তাদের পরামর্শ নেওয়া হবে। এজন্য বৃহস্পতিবার জোহা হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল হলে সংলাপ হবে।হলগুলোতে আলোচনা শেষ হলেই গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনায় বসা হবে।’

জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. জুলকার নায়েন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হল মিলনায়তনে জোহা হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আয়োজন করবে হল প্রশাসন। সংলাপের জন্য হল প্রশাসনের প্রস্তুতি চলছে।’#

পছন্দের আরো পোস্ট