রাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রবন্ধ উপস্থাপন

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ (২৪ জুলাই ২০১৯) বুধবার Odd Journey of a Clinician-Quest for the ‘Key শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

Post MIddle

বেলা ১২টায় স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।

সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মামুন আল মাহতাব মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর গোলাম কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি বিভাগের ১০ জন চিকিৎসকসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক, অন্যান্য ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট