ভারতীয় হাই কমিশনারের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

রাবি প্রতিনিধিঃ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাস গতকাল সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। হাই কমিশনার জাদুঘরে পৌছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান তাঁকে স্বাগত জানান।

Post MIddle

সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর এ আর এম আব্দুল মজিদ, রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাটি প্রমুখ উপস্থিত ছিলেন। হাই কমিশনার জাদুঘরে সংরক্ষিত নিদর্শনাদি ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়েও মন্তব্য লেখেন।

হাই কমিশনার বরেন্দ্র গবেষণা জাদুঘর সমৃদ্ধ করা ও দুই দেশের মধ্যে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে আদান-প্রদান বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পছন্দের আরো পোস্ট