যৌন নিপিড়ন রোধে সচেতনতামূলক সভা

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, ছাত্রী ও নারী শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানী, ইভটিজিং, যৌন নিপিড়ন থেকে নিরাপদে রাখতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Post MIddle

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বুধবার সকালে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে পৃথক পৃথক সভা করেছেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, ফেরদৌসি আক্তার মুকুল, আব্দুল মালেক হাওলাদার, কৃষ্ণ কান্ত হালদারসহ অন্যন্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়গুলোতে নারী শিক্ষকদের প্রধান করে কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিমাসে দু’বার সভা করবে। অভিভাবক ও ছাত্রীদের নিকট থেকে ইভটিজিংও যৌন নিপিড়নের বিষয়ে সচেতন করবে এবং খোজ খবর নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবে। ##

পছন্দের আরো পোস্ট