ইবিতে শাপলা ফোরামের নেতৃত্বে ড. রেজওয়ান ও ড. মাহবুব

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ২০১৯ এর মনোনয়ন করা হয়েছে।

এতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে সভাপতি ও ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার শাপলা ফোরাম কার্যনির্বাহী পর্ষদ ২০১৯ এর প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Post MIddle

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

সহ-সভাপতি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, যুগ্ম-সম্পাদক ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, কোষাধ্যক্ষ পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের ড. এস এম মোস্তফা কামাল, সদস্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ ও ইংরেজী বিঅগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধীকারী।

গত ২৯ জুন প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচিত এই ১৫ সদস্য নির্বাচন কমিশনারের উপস্থিতিতে রোববার এক জরুরি সভায় ভোটের মাধ্যমে তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করেন।

পছন্দের আরো পোস্ট