কুষ্টিয়ায় বিশুদ্ধ খাদ্য নিশ্চিতে প্রচার অভিযান

প্রিতম মজুমদার,কুষ্টিয়া।

“মরতে নয় সুস্থ জীবনের জন্য চাই বিশুদ্ধ খাবার” এই প্রতিপাদ্যে বিশুদ্ধ খাদ্য চাই সংগঠনের আয়োজনে দেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলাতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

Post MIddle

গত ৩ জুন থেকে সংগঠনের সভাপতি সাভার গণ বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাকিল মাহমুদের নেতৃত্বে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বড়বাজার সহ বিভিন্ন স্থানে ক্রেতাদের সাথে বিশুদ্ধ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক কাউন্সেলিং ও লিফলেট বিতরণ করে ‘বিশুদ্ধ খাদ্য চাই’ সংঘটনটি।

এ বিষয়ে ডা. শাকিল মাহমুদ বলেন, খাদ্য আমাদের মৌলিক অধিকার। খাদ্যে যদি ভেজাল থাকে, অনিরাপদ থাকে, অস্বাস্থ্যকর থাকে সেটা আর খাদ্য থাকে না, সেটা হয়ে যায় বিষ। এই বিষাক্ত খাদ্য এবং অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন। ‘বিশুদ্ধ খাদ্য চাই’ একটি সামাজিক সংঘটন। সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেম থেকে আমরা জনগণকে জানাচ্ছি আপনারা স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য গ্রহণ করুন এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাদ্য থেকে দুরে থাকুন।

পছন্দের আরো পোস্ট