বহিস্কার হলো ঢাবির ৫২ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধিঃ

পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত সাত কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও বিভিন্ন নার্সিং কলেজের ৫২জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে।

Post MIddle

গত ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পপুলেশন সায়েন্সেস বিভাগের একজন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কাজে আরও যতœশীল থাকার তাগিদ দিয়ে পত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, বাংলাদেশ মেডিকেল কলেজের ২০১৭ সালের জুলাই মাসের ২য় পেশাগত এমবিবিএস পরীক্ষা কমিটির ৪ সদস্যকে তিন বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

পছন্দের আরো পোস্ট