ড্যাফোডিলে আইইবি এক্রিডিটেশন উদযাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আইইবি এক্রিডিটেশন সনদ প্রাপ্তি উদযাপন উপলক্ষে জাকজমকপূর্ণ ‘এলামনাই ডে ও আইইবি এক্রিডিটেশন উদযাপন’ অনুষ্ঠান গতকাল শুক্রবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউ অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির টেক্সটাইল প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী এস এম সিরাজুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম শামসুল আলম ও স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুবুল হক মজুমদার, প্রকৌশলী এখলাসুর রহমান, পরিচালক, বাংলাদেশ ডায়িং এন্ড ফিনিশিং, প্রকৌশলী আমিরুল ইসলাম, নির্বাহী পরিচালক,মাইক্রো ফাইবার গ্রুপ, প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম, মহাব্যবস্থাপক, এনেক্স নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিেিটড।

Post MIddle

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন অব বাংলাদেশ (আই,ই.বি)-এর এক্রিডিটেশন সনদ অর্জন করেছে। বাংলাদেশে প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এ সনদ পেল।

এই সনদ প্রাপ্তির ফলে এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক সম্পন্ন শিক্ষার্থীরা আইইবির সদস্য হতে পারবেন। এবং সদস্য হওয়ার কারণে আইইবির নির্বাচন সহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপনের পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পথিকৃৎ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

পছন্দের আরো পোস্ট