ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপাচার্যের কাছে ফলাফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিট সমন্নয়কারী অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

জানা যায়, গত ৩ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫ শত ৫০ আসনের বিপরীতে অংশগ্রহন করে ১৫ হাজার ৭ শত ৩৮ জন। এর মধ্যে পাশ করেছে ৯ শত ৯৫ জন। পাশের হার ৫ দশমিক ৮৪ শতাংশ।

Post MIddle

ফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ইউনিট সংশ্লিষ্ট ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট