রাবির শাহ মখদুম হলের নতুন প্রাধ্যক্ষ আরিফুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ড. মো. আরিফুর রহমান ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান তাঁকে আবাসিক হলটির প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন।

Post MIddle

দায়িত্ব গ্রহণ শেষে প্রাধ্যক্ষ আরিফুর বলেন, হলের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে এবং আবাসিক শিক্ষার্থীরা যাতে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে বিষয়টি খেয়াল রেখে দায়িত্ব পালন করবো। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করছি ।

দায়িত্ব হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হায়দার, শিক্ষার্থীসহ হলের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ও শাহ্ মখদুম হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শাহ্ মখদুম হলের ২৯তম প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।#

পছন্দের আরো পোস্ট