ইস্টার্নে আন্তর্জাতিক পরিবেশ আইন মুট কোর্ট প্রতিযোগিতা

ইস্টার্ন ইউনিভার্সিটি আন্তর্জাতিক পরিবেশ আইন মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করেছে এসইডি ফাউন্ডেশনের সহযোগিতায়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সর্ববৃহৎ মুট কোর্ট প্রতিযোগিতা।

কুড়িটি বিশ্ববিদ্যালয়ের সাথে দুটি পর্যবেক্ষক দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে গতকাল (১৪ জুলাই ২০১৮) শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।

Post MIddle

ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের সম্মানিত ডীন ডঃ মোঃ জহুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং প্রফেসর ডঃ ইঞ্জিনিয়ার আমিনুল হক, উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহযোগি সংগঠন এসইডি ফাউন্ডেশনের সংগঠক মোহাম্মদ জাভেদ রাসিন। এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুটিং দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।

পছন্দের আরো পোস্ট