জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গতকাল (২০ জুন) ময়মনসিংহের জাগ্রত আছিম গ্রন্থাগারের পক্ষ থেকে ২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষে দক্ষিণ ফুলবাড়ীয়া থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল ১১ ঘটিকায় কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান এর সূচনা হয়।

জাগ্রত আছিম গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা সদস্য জিল্লুর রহমান রিয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এস, এম সাইফুজ্জামান (সাইফুল)।

Post MIddle

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ফুলবাড়ীয়া রয়েল কলেজের অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক আব্দুল হাকিম, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক আসাদুজ্জামান আকন্দ, মোঃ সাদেকুর রহমান, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুর রেজ্জাক, আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুল হাকিম, আছিম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক এম, এ কাশেম, আছিম সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধাণ শিক্ষিকা নার্গিস সুলতানা, এইচ, টি পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল খালেক, গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাম্মেল হক, দিদারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক বার্তা সমারোহ পত্রিকার সম্পাদক মোঃ গোলাম ফারুক আকন্দ, আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাজমুল আলম, সমাজ সেবামূলক প্রতিষ্ঠান কিশলয় এর প্রতিষ্ঠাতা সদস্য অনুপ কুমার দে, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ ফুয়াদ, এ্যারাইজ স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি জুলহাস উদ্দিন শিমুল, ওরিয়েন্ট স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি মিনহাজুল আবেদিন নান্নু সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আলোচকবৃন্দ জাগ্রত আছিম গ্রন্থাগারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতি শিক্ষার্থীদেরকে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে নিরক্ষরতা, দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

পছন্দের আরো পোস্ট