মাভাবিপ্রবিতে জার্মানী সমর্থক গোষ্ঠীর কমিটি গঠন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী ৪ বছর মেয়াদী ফুটবলের জার্মানী সমর্থক গোষ্ঠীর ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে প্রায় ৫০০ জন সমর্থকের সর্বসম্মতিক্রমে এফটিএনএস বিভাগের খোরশেদ আলমকে সভাপতি ও টেক্সটাইল বিভাগের রাজিব আহমেদকে সাধারণ সম্পাদক এবং ইনসান আহমেদ, রাহাত বিন রব্বানীকে উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়।

Post MIddle

কমিটিতে পুর্নেন্দু বোস পান্থসহ ৩ জনকে সহ-সভাপতি, কাইসার আহমেদসহ ২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সোহেল রানা, আরিফুর রহমানসহ ৩ জনকে সাংগঠনিক সম্পাদক, আদনান প্রান্তকে প্রচার সম্পাদক, ইসতেকা রুপাকে দপ্তর সম্পাদক, তারিখ তন্ময়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দখল বিষয়ক সম্পাদক, আরিফুল হাসান রাকিবকে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল দখল বিষয়ক সম্পাদক, সাজ্জাত হোসেন শিপনকে জিয়াউর রহমান হল দখল বিষয়ক সম্পাদক, মিজানুর রহমানকে গুটিবাজ প্রতিরোধ বিষয়ক সম্পাদক, রেজোয়ানা সিমথিকে অপপ্রচার মোকাবেলা বিষয়ক সম্পাদক, মিজানকে ম্যাচ অ্যানালাইসিস বিষয়ক সম্পাদক, আসাদ গালিবকে স্লেজিং প্রতিরোধ বিষয়ক সম্পাদক,অতসি চাকমাকে হা হা রিয়্যাক্ট বিষয়ক সম্পাদক, রুপমকে ১ম গেট দখল বিষয়ক সম্পাদক, রাকিবুল হাসানকে স্বপ্ন চত্বর দখল বিষয়ক সম্পাদক, মাহমুদকে ২য় গেট দখল বিষয়ক সম্পাদক, ফাতেমা খানম স্বর্ণাকে প্রমিলা দর্শক বিষয়ক সম্পাদক, সজলকে লাল কার্ড বিষয়ক সম্পাদক, মমিন রহমানকে হলুদ কার্ড বিষয়ক সম্পাদক, মেজবাহকে পতাকা বিষয়ক সম্পাদক, প্রনব এদবরকে সংঘর্ষ প্রতিরোধ বিষয়ক সম্পাদকসহ ১৩ জন কার্যকারী সদস্য নিয়ে সর্বমোট ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটি সম্পর্কে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, জার্মানী বর্তমানে বিশ্বকাপ জয়ী। সারাবছর জার্মানী আমাদের ভাল খেলা উপহার দিয়েছে। এবারের রাশিয়া বিশ্বকাপটিও আমাদের উপহার দিবে।

পছন্দের আরো পোস্ট