রাজশাহীতে বাগমারা ছাত্রবন্ধনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাগমারা উপজেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সম্পূর্ন স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন বাগমারা ছাত্রবন্ধনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শুক্রবার পদ্মা গার্ডেন সংলগ্ন কফিবারে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠটির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাধারন সদস্যসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা। বিকেল ৫:৩০ মিনিটে সংগঠনের সভাপতি হাফিজ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মালেক সরদারের সঞ্চালনায় মধ্যে দিয়ে ইফতার পূর্ববর্তী আলোচনা শুরু হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভবানীগঞ্জ মহিলা কলেজের শিক্ষক ও উপদেষ্টা মোঃ রওশন আলী। তিনি বলেন, সংগঠনটি সূচনালগ্ন থেকেই বাগমারা উপজেলার সর্বস্তরের মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে, বাগমারা ছাত্রবন্ধন একদিন এমন পর্যায়ে পৌঁছাবে যেদিন বাগমারার প্রতিটা মানুষের আস্তা ও বিশ্বাসের নাম হবে।

Post MIddle

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টর মোঃ আব্দুল কুদ্দুস বলেন, বাগমারা ছাত্রবন্ধন যে মহৎ উদ্দ্যেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। বাগমারা উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, বিনামূল্যে হেলথ ক্যাম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সেভাবে সংগঠনটি বাগমারা উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা সত্যিই বর্ননাতীত। আমি সবসময় ছাত্রবন্ধনের মঙ্গল কামনা করি। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রবন্ধনের অঙ্গসংগঠন ‘বন্ধন’ এর সভাপতি মোঃ শাহীনুর রহমান। উপদেষ্টামন্ডলীর সদস্য জহুরুল ইসলাম মুন। সংগঠনের প্রাক্তন সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের মধ্যে দিয়ে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়।

পছন্দের আরো পোস্ট