ইন্টারন্যাশনাল তার্কিস হোপ স্কুলের অনুষ্ঠানে চবি উপাচার্য

ইন্টারন্যাশনাল তার্কিস হোপ স্কুল, চট্টগ্রাম ব্রাঞ্চের গ্র্যাজুয়েশন সিরেমনি গত (৫ মে ২০১৮) বৃহস্পতিবার নগরীর সিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ণেল (অব:) এ টি এম সালাহউদ্দিন, বীর প্রতীক ও উক্ত স্কুলের ঢাকা, উত্তরা, প্রধান ব্রাঞ্চের ভিপি জনাব ইরফান ইলমাজ।

উপাচার্য তাঁর ভাষণে উক্ত স্কুলের সম্মানিত শিক্ষক-অভিভাকসহ শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে হলে লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ইত্যাদিতে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, জ্ঞান অর্জনের নির্দিষ্ট কোন গন্ডি নেই।

Post MIddle

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নৈতিক আদর্শে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদেরকে শিক্ষাজীবনে নৈতিক আদর্শে শিক্ষিত করতে সম্মানিত শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। একইসাথে শিক্ষার্থীরা যাতে কোন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়তে না পারে সেজন্য অভিভাবকদেরকেও সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখতে হবে। মাননীয় উপাচার্য গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদেরকে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রায় কাংখিত ভূমিকা রাখার আহবান জানান।

উক্ত স্কুলের ভিপি জনাব মুহররম ওজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত স্কুলের সিনিয়র শাখা প্রধান জনাব মিরলান দুসরোপব ও জুনিয়র শাখা প্রধান জনাব সাবিয়া হক।

পছন্দের আরো পোস্ট