বেরোবির ফজিলাতুন্নেছা হলের সমাপনী উৎসব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ২০১১-১২ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের হল সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় হল সমাপনী উৎসব। এরপর সকলের অংশগ্রহণে একটি আনন্দর‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Post MIddle

সমাপনী উৎসবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মোঃ ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ারসহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টবডির অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও হল সমাপনী উৎসবের শেষ অংশে সন্ধা ৭টায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পছন্দের আরো পোস্ট