জ্ঞান-বিজ্ঞানে পারদর্শীতা অর্জনে প্রযুক্তিনির্ভর শিার বিকল্প নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশ্বের বৃহত্তর প্রযুক্তি পেশাগত সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আইইইই) কর্তৃক স্টুডেন্ট ব্রাঞ্চ হিসেবে স্বীকৃতির উক্ত বিভাগের উদ্যোগে আজ (৯ এপ্রিল) চবি গ্রন্থাগার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা।

Post MIddle

উপাচার্য তাঁর ভাষণে চবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ বৃহত্তর প্রযুক্তি পেশাগত সংগঠনের স্টুডেন্ট ব্রাঞ্চ-এর স্বীকৃতি লাভ করায় উক্ত বিভাগের শিক-শিার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানান। মাননীয় উপাচার্য বলেন, বিশ্বব্যাপি প্রযুক্তির অভূতপূর্ব উৎকর্ষতার সাথে সাথে আমাদের তরুণ-মেধাবী শিার্থীদেরকেও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে আলোকিত মানবসম্পদে রূপান্তর হতে প্রযুক্তিনির্ভর শিার কোন বিকল্প নেই। তিনি বলেন, আমরা অত্যন্ত আশান্বিত যে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। উপাচার্য আইইইই কর্তৃক স্টুডেন্ট ব্রাঞ্চ হিসেবে স্বীকৃতি লাভ করায় কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন।

চবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি এবং আইইইই-এর স্টুডেন্ট ব্রাঞ্চ এর পরামর্শক ড. হাসান খালেদ রউফ-এর সভাপতিত্বে এবং উক্ত বিভাগের শিার্থী আনিকা তাহসিমের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. মো. আবদুল আলীম। অনুষ্ঠানে উক্ত বিভাগের সম্মানিত শিক এবং শিার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট